হাবিব উল্লাহ:
নরসিংদীতে কোন রকম অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবে এক সাথে ৩ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রুমা বেগম নামে এক গৃহবধূ।
রবিবার (১৪ জানুয়ারি) নরসিংদী জেলা সদর হাসপাতালে বিকেল সাড়ে ৩টায় সিনিয়র স্টাফ নার্র্স রোকেয়া বেগম ও ইভা রানী বিশ্বাসের তত্বাবধানে রুমা তার তিন নবজাতক সন্তানের জন্ম দেন।
তিন নবজাতক কন্যা সন্তান বলে জানান প্রসবের তত্বাবধানে থাকা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোকেয়া বেগম।
গৃহবধূ রুমা বেগম জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। এ নিয়ে তিনি দ্বিতীয় বার শিশু জন্ম দিলেন। এর আগে তার ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
রোকেয়া বেগম জানায়, রবিবার বেলা ২:৩০ মিনিটে হাসপাতালের গাইনি বিভাগে রুমা বেগম নামে ওই প্রসূতি ভর্তি হয় পরে সাড়ে তিনটার দিকে আমার এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইবা বিশ্বাসের তত্ত্বাবধানে ও আয়া সুফিয়া বেগমের সহায়তায় প্রসূতি রুমা স্বাভাবিক প্রসবের মধ্য দিয়ে একে একে তিন তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়। এই প্রসূতির স্বাভাবিক প্রসব কার্যক্রম সম্পূর্ণ করতে পেরে পরম করুনাময়ের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই।
তিনি আরও বলেন, প্রসবের পর প্রসূতি মা ও নবজাত কন্যা সন্তানরা সুস্থ্য ছিল। তবে নবজাতকদের ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকায় তাদেরকে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। সোমবার দুপুরে নবজাতক তিন কন্যা সন্তানকে সাথে নিয়ে আমাদের নিষেধ অমান্ন করে স্বইচ্ছায় ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যায় রুমা বেগম।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: আবুল বাসার বলেন, সকালেই তারা ছুটি নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে যেতে দেইনি। তিনটি বাচ্চা মধ্যে একটি বাচ্চার ওজন অনেকটাই কম ছিল তাই ওই শিশুটিকে জেলা হাসপাতালে স্কেনোতে (তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার কাচের বক্স) রাখার পরামর্শ দিয়েছিলাম। তারা সেখানে গিয়েছে কিনা সেটা আর বলতে পারব না।