ইলিয়াছ হায়দার:
নরসিংদী জেলার মাধবদীর পাচদোনা ইউনিয়নের বদুবাড়ী মরহুম আলহাজ্ব মমতাজ উদ্দিন ভূঁইয়া ও মুরহুমা আলহাজ্ব আনোয়ারা বেগমের মেয়ে ও ডক্টর .ইঞ্জিনিয়ার এম এম সিদ্দিকের স্ত্রী ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী নরসিংদী ও গাজীপুর জেলার সংরক্ষিত আসন নং -৩২৪ এমপি পদে মনোনয়ন প্রত্যাশী।
রাজনীতির পাশাপাশি সমাজ সেবা ও রিয়েল এস্টেটের ব্যবসা করেন, শিক্ষাজীবন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি লো কষ্ট হাউজিং ই ইউ.এস এ থেকে পিএইচডি, এমএসসি ইন সিভিল এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স, বি এস সি সিভিল ইঞ্জিনিয়ারিং, পিইন্জ( প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী প্রাপ্ত হন।
রাজনৈতিক জীবন নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ মহিলা বিষয়ক উপকমিটির সাবেক সদস্য, বাংলাদেশ তাঁতি লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক কর্মী, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ প্যানেল থেকে কাউন্সিলর ২০০৮-২০১২ পর্যন্ত, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের প্যানেল থেকে ২০২৩-২০২৫ পর্যন্ত নির্বাচিত ভাইস চেয়ারম্যান আইইবি ঘোড়াশাল সেন্টার পলাশ, নরসিংদী।
আওয়ামী লীগ প্যানেল থেকে পরপর ৫ বার পরিচালক রিহ্যাব হাউসিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ২০১২ থেকে চলমান, ফাউন্ডার চেয়ারম্যান রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট, জেনারেল সেক্রেটারি কনস্টিটিউশন ইন্ডাস্ট্রিজ স্কিলস কাউন্সিল, ফাউন্ডার সভাপতি, নরসিংদী ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ব্যবস্থাপনা পরিচালক,রাসা ডেভেলপার লি:, চেয়ারম্যান, নিজ এলাকা নরসিংদীর পাচদোনায়
মমতাজ আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট, ভাইস প্রেসিডেন্ট, ওম্যান আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার প্লানার্স অ্যাসোসিয়েশন, লো কষ্ট হাউজিংয়ের উপর পিএইডি, জেনারেল সেক্রেটারী কনস্ট্রকশন ইনড্রাস্ট্রিজ, পরিবেশ বান্ধব স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থার উপর পি এইচ ডি ডিগ্রি, ইউএসএ,
চেয়ারম্যান, নারী উন্নয়ন কমিটি আইইবি মহিলা কমিটি ২০১৮ থেকে চলমান।
তাছাড়াও করোনা কালিন সময়ে নগদ অর্থ, খাবার দিয়ে সহযোগিতা করেছেন প্রায় হাজার হাজার জনসাধারণের।
অসুস্হ, বিধবা, অসহায়, প্রতিবন্ধী, দরিদ্র উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের সহযোগিতা ও কর্মসংস্থান সহ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দুই ঈদে হাজার হাজার সুবিধা বঞ্চিতদের আর্থিক সহযোগিতা করেছেন।নেতা কর্মীদের সুবিধা অসুবিধায় ছায়ারমত পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিয়মিত সরকার বিরোধী আন্দোলনে মাঠে গণসংযোগ, মিছিলে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিএনপি সরকারের আমলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।