২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১৫| শীতকাল|
শিরোনাম:
বেলাবতে বিএনপির অফিস উদ্বোধন বেলাবোতে যুব প্রশিক্ষণার্থী ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ বেলাবতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানের চর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বই বিতরণ বেলাবমতে বিপুল পরিমাণ জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ১ শিবপুর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব, কোষাধক্ষ্য ইলিয়াছ মাদক,জুয়া,কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বেলাব থানা পুলিশ প্রতি বছর ন্যায় এবারও আদিয়াবাদে অনুষ্ঠিত হলো “অবহেলিত ভোজন মেলা”

মনোহরদীতে ইউপি সদস্যার বিরিয়ানি খেয়ে নারী-পুরুষ অসুস্থ

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪,
  • 289 Time View

 

হাবিব উল্লাহ:
মনোহরদীতে এক ইউপি সদস্যার দেয়া বিরিয়ানি খেয়ে ১৬টি মসজিদের মুসল্লী ও তাদের পরিবারের শতাধিক লোকজনে অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার জুমুআর দিনে ইউপি সদস্যা তার নির্বাচনী এলাকার জুমুআর মসজিদ সমূহে এই বিরানি দেন এবং এতে এ অবস্থার সৃষ্টি হয়।

মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা সেলিনা বেগম গতকাল শুক্রবার তার এলাকার ১৬ টি জুমুআর মসজিদে ২ হাজার ৫ শ’ বিরানির প্যাকেট বিতরন করেন।জানা যায়,তার নিজ বাড়ীতে বাবুর্চি দিয়ে বিরানি রান্না করে পূর্ব ও পশ্চিম রামপুর,নূরআহাম্মদপুর,
চরসাগরদী ইত্যাদি গ্রামের জুমুআর মসজিদে এই বিরিয়ানির প্যাকেট বিতরন করা হয়।ভুক্তভোগী মুসল্লীদের দাবী,এ বিরানি খেয়ে তারা ও তাদের পরিবারসহ এলাকার দেড় শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন।তারা বমি,ডায়রিয়া,পেট ব্যথা ও জ্বরে আক্রান্ত হন।বিষয়টি এলাকার জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।এ ব্যাপারে এক ভূক্তভোগী নূর আহাম্মদপুর গ্রামের কালাম (৩২) জানান,এ বিরানি খেয়ে রাত ২ টা থেকে তিনি এবং তার পরিবারের ৩ সদস্যসহ যে যে বিরানি খেয়েছেন তাদের প্রায় সবাই পেটব্যথা,
বমি ও জ্বরসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।একই গ্রামের আবু সায়েদ (২৫) জানালেন,তারও একই অবস্থা এখনো।রামপুর বাজার মসজিদের ইমাম ও খতীব ক্কারী ওসমান গনি জানালেনে,এ বিরানি খেয়ে তার মেয়েও অসুস্থ হয়ে পড়েছেন।এ ছাড়াও রামপুরের অনেকেই তাকে বিরানি খেয়ে অসুস্থতার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে খিদিরপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ইউপি সদস্যা সেলিনা বেগম জানান,তিনি সৎ উদ্দেশ্যে নেক নিয়তে ২ হাজার ৫ শ’ বিরানির প্যাকেট জুমুআর মসজিদগুলোতে দিয়েছিলেন।এতে কিসে থেকে কি হয়ে গেলো বুঝতে পারছেন না তিনি।তাই অসুস্থদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এস মোঃ রাশেদুল ইসলাম মোবাইল ফোনে বলেন আমি শুনেছি,এ পর্যন্ত প্রায় ১৫-২০ জন রোগী এখানে এসেছেন তাদের চিকিৎসার দেওয়া হয়েছে, খাবার সম্ভবত স্বাস্থ্যসমত ছিল না। যার ফলে এটা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category