ইলিয়াছ হায়দার, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
শিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় নুরুল ইসলাম নূরচানকে সংবর্ধনা প্রধান করা হয়।
(৭ মার্চ) সন্ধায় ক্লাবের কার্যালয়ে সাহিত্যে বিশেষ অবদান রাখায় নুরুল ইসলাম নূরচানকে সংবর্ধনা
সংবর্ধনা দেওয়া হয়।
শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের পেতিপলাশি গ্রামে একজন সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, লেখাপড়া বেশিদূর না করলেও তার মধ্যে সাহিত্য সংস্কৃতির পরিবেশ লক্ষ্য করা যেত। তিনি টুকিটাকি লেখালেখি করতেন পাশাপাশি সাংবাদিক পেশায় নিজের নাম জড়িয়ে ছিলেন। এক কথায় শিবপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি পরে আবারো সভাপতি নির্বাচিত হন। লেখাপড়া বেশিদূর না করলেও তার লেখালেখি হাত ছিল অনেক প্রসার। তিনি মেধা শ্রম দিয়ে চারটি উপন্যাস লিখেছেন। উপন্যাস গুলো হলো এরই নাম জীবন, বাইশে মাঘ, চেনা পৃথিবী অচেনা মানুষ, হঠাৎ একদিন, অবশেষে।
শুধু তাই নয় ‘সময়ের খেয়া’ নামে মাসিক ম্যাগাজিনের সম্পাদক। তিনি দুইবার সাহিত্য পুরস্কার ও কিছুদিন বিদ্যাবাড়ী থেকে সাহিত্যর অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়। আমার এলাকার বড় ভাই হিসেবে আমার গর্ব হয় উনার মত একজন গুনি মানুষের সংবর্ধনাতে অংশগ্রহণ করতে পেরে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তিনি আরো সম্মান বয়ে নিয়ে আনতে পারে আমাদের জন্য।
শিবপুর প্রেসক্লাব থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রেসক্লাবের সভাপতি মোঃ খোরশেদ আলম, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আহবায়ক মোঃ মিজানুর রহমান মৃধা। প্রেস ক্লাবের সম্পাদক শেখ মানিক, ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার সহ বর্তমান ও সাবেক সদস্য বৃন্দ, আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সদস্য সচিব মুকুল মোল্লা, কাচারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কবির প্রমূখ।