মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী বেলাবোতে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পূর্নবাসন সহায়তা খাদ হতে প্রনোদনার কর্মসূচির আওতায় খরিপ-২/মৌসুমে রোপা আমন ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় এর সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এক হাজার ৫০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে পটাশিয়াম সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম লেলিন,উপসহকারী কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন,উপ-সহকারী কর্মকর্তা মানিক শাহা প্রমুখ।