মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছপালা লাগানোর বিকল্প নাই মন্তব্য করে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি বলেছেন, পরিবেশের ভারসাম্য ও দূষণ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম বড় ভূমিকা রাখবে। প্রকৃতি ধ্বংস করার জন্য আমরা নিজেরাই আসামি। তাই প্রকৃতি রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/মৌসুমে নারিকেল , তাল, আম, লেবু, নিম, বেল, জাম, কাঁঠাল, মরিচ, উফশী শাক সবজি, ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেলাব উপজেলায় প্রয়োজনে প্রথমে শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ করা হবে। বাসাবাড়িতে গ্যাস দেওয়ার ইতিবাচক মনোভাব রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের সহধর্মিণী বুশরা ফারাহ ওয়াহিদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরী, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাউছার কাজল (এম.এ), রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হকসহ প্রমুখ।