মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উজিলাব সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)
প্রধান শিক্ষক মো: অহিদুজ্জামান মর্যাদাপূর্ণ প্রেসিডেন্সি এওয়ার্ডে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ে হলরুমে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: অহিদুজ্জামান হাতে এওয়ার্ড তুলে দেন প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন,
প্রেসিডেন্সি কলেজের প্রভাষক মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীসহ প্রমুখ।
এই পুরস্কার শিক্ষা, সংস্কৃতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়, যা তাঁর নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। মো: অহিদুজ্জামান নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত)
প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে স্কুলটি শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা জাগ্রত করার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই পুরস্কার প্রাপ্তির বিষয়ে মো: অহিদুজ্জামান বলেন, “এটি আমার একার অর্জন নয়, বরং আমার সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করে যেতে চাই।” স্থানীয়রা জানান, তাঁর নেতৃত্বে স্কুলটি এলাকার শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই অর্জন শুধু মো: অহিদুজ্জামানের নয়, বরং পুরো বেলাব উপজেলার জন্য গর্বের বিষয়। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহী করে তুলবে বলে সবাই আশাবাদী।