মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
অভয়াশ্রম গড়ে তুলি”দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে জাতীয় মৎস্য সপ্তাহ-২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট)উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস কর্মকর্তা দিলীপ কুমার ধর এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক মাধ্যমিক শিক্ষা অফিসার অজন্তা ইসলাম, প্রকল্প কর্মকর্তা খাদিজা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মৎস্য জীবি ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।