মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার বেলাব উপজেলা ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের আওতায় বাইসাইকেল সেলাই মেশিন ও স্যানাটারী প্যাড মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ
করা হয়েছে।
শনিবার(২৩ আগষ্ট) দুপুরে উপজেলার হোসেননগর পাইট হাই স্কুলে মাঠে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ( সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেন নগর পাইলট হাই স্কুলের সভাপতি মোঃ সাহিদ হোসেন, নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.এস,এম আব্দুল খালেক, বেলাব থানর অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানসহ প্রমুখ।বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, আগে আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করতে প্রায় ১ঘন্টা সময় লাগতো। এখন আমরা এই বাইসাইকেলে চড়ে ১০ মিনিটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। আমাদের বেঁচে যাওয়া সময়টা এখন আমরা লেখা পড়ার কাজে ব্যয় করতে পারব। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। ১৬ জন দরিদ্র নারীর মাঝে ১৬টি সেলাই মেশিন ও ১৫জন শিক্ষার্থীর মাঝে ২৫টি বাইসাইকেল এবং সকল ছাত্রী শিক্ষার্থীদের মাঝে প্রায় দেড় হাজার স্যানাটারী প্যাড বিতরণ করা হয়।