মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলার এসিল্যান্ড আল আমিন হালদার এর বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা নিয়েছেন।
বেলাবো উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন আজিজ সারতাজ জায়েদ।
বেলাবো অফিসার ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকালে উপজেলা হলরুমে এ বিদায়
সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহিবুর রহমান সিদ্দিকী, বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইন্জিঃ মোসাঃ খাদিজা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুল কবীর নান্নু, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, উপজেলা হিসাব রক্ষক অফিসার দেওয়ান মোহাম্মদ সেলিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বৃহষ্পতিবার (২১ আগষ্ট) রাতে তিনি নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে, তিনি গোপালগঞ্জের টংগী পাড়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করবেন।
বিদায়ী এসিল্যান্ড মো. আল আমিন হালদার বলেন, “বেলাবোতে যোগদানের পর চেষ্টা করেছি মানুষ যাতে হয়রানি ছাড়াই ভূমি সেবা পায়। হয়তো সবসময় প্রত্যাশামতো সেবা দিতে পারিনি, তবে কোনো ধরনের গাফিলতি করিনি। বেলাবো মানুষের ভালোবাসা আমাকে আজীবন ঋণী করে রাখল। এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনে যদি কারও কষ্ট দিয়ে থাকি, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বেলাবো উপজেলা বাসীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।