নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্যতম বৃহত্তম উপজেলা নরসিংদীর রায়পুরা উপজেলার চারটি ইউনিয়নকে বেলাব উপজেলার সাথে যুক্ত করার খবরে এখন বিক্ষোভে উত্তাল পুরো রায়পুরা।
বুধবার (২৭ আগস্ট) রায়পুরা উপজেলার পৌরসভা মাঠ, মুছাপুর ইউনিয়নের দৌলতকান্দি রেলওয়ে স্টেশন, মহেষপুর ও মরজালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করে রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণ।
সম্প্রতি সংসদীয় আসন নরসিংদী -৪ বেলাব-মনোহরদীকে আলাদা করে বেলাব উপজেলাকে পৃথক সংসদীয় আসন ঘোষণার দাবি জানায় বোলাববাসী। গত মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন কমিশনের আসন পূণ:বিন্যাস ও সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানিতে বেলাব উপজেলাকে আলাদা একটি সংসদীয় আসন হিসেবে ঘোষণার দাবি করা হয়। সেখানে ইলিয়াস উদ্দিন নামে বেলাব উপজেলার এক বাসিন্দা রায়পুরা উপজেলা থেকে মুছাপুর, মহেশপুর, উত্তর বাখরনগর এবং মরজাল এই চার ইউনিয়নকে বেলাব উপজেলার সাথে সংযুক্ত করার প্রস্তাব করে। সোস্যাল মিডিয়ায় ইলিয়াস উদ্দিনের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে ফুঁসে ওঠে রায়পুরার জনগণ। ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ছাত্রসমাজ রায়পুরাকে ভাঙ্গনের ষড়যন্ত্রের খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে।
পরে বুধবার সকালে উপজেলার বিভিন্ন সড়ক ও রাস্তার মোড়, ইউনিয়ন পরিষদ চত্বর, বাজার, থানা ও উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ জানিয়ে মিছিল করে। বক্তারা রায়পুুরার অখন্ডতা রক্ষায় সরকারি নীতিনির্ধারণী মহলের নিকট আহ্বান জানান। পাশাপাশি অখন্ডতার দাবি না মেনে রায়পুরার একটি ইউনিয়নকেও যদি বেলাব’র সাথে যুক্ত করা হয় তবে ঢাকা সিলেট মহাসড়ক সহ নৌপথ এবং রেলপথ অবরোধের মত কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানান।
সচেতন মহলের দাবি, ১৯৮৩ সালে রায়পুরা আর মনোহরদী থেকে কিছু ইউনিয়ন কেটে বেলাব উপজেলা গঠন করা হয়। সাতজন বীরশ্রেষ্ঠের একজন এবং কবি, রাজনীতিবীদ ও বহু গুণীজনের ইতিহাস সমৃদ্ধ রায়পুরাকে ১৯৮৩ সালের আবারও ভাঙতে দেওয়া যাবে না। তাছাড়া যে চারটি ইউনিয়নকে বেলাব’র সাথে নেওয়ার প্রস্তাব করা হয় শুনানিতে সে চারটি ইউনিয়ন থেকে বেলাব উপজেলার দূরত্ব রায়পুরা থেকে পাঁচ গুণ।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তার এক ফেসবুক পোস্টে বলেন- এক কথায়, রায়পুরা থেকে একটা ইউনিয়নও এদিক সেদিক করতে দেওয়া হবে না।আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না, সেই সাথে কুচক্রী মহলকে চুনকালি দিয়ে একদিন আপনাদের সামনে এনে হাজির করব ইনশাল্লাহ। দোয়া করবেন ও পাশে থাকবেন।