মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তালিকা প্রকাশ করে ডাকসু নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, হল সংসদে ১ হাজার ১০৯ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ১০৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে।
কবি জসীম উদ্দীন হল সংসদের ‘পাঠকক্ষ সম্পাদক’ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরসিংদীর বেলাবো উপজেলার কৃতি সন্তান শাহরুখ খাঁন।
তিনি ২০২০-২১শিক্ষা বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছাত্র। শাহরুখ বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গাংকুল পাড়া গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে। শিক্ষা জীবনে তিনি ধুকুন্দী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দীন খাঁন কলেজ থেকে ২০২০ইং সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন বিভিন্ন ছাত্রকল্যাণমূলক সংগঠনে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বেলাব উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “বেলাব উপজেলা ছাত্রকল্যাণ সমিতি”-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি নরসিংদী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত আবাসিক সংগঠন “কবি পাড়াতলী সংঘ নরসিংদী পরিবার”-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শাহরুখ বলেন,একজন শিক্ষার্থীর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম সোপান হলো পাঠকক্ষ। বইয়ের ঘ্রাণে, নিঃশব্দ পরিবেশে, জ্ঞানের আলোয় আমাদের স্বপ্নের ডানা মেলে। সেই জায়গাটিকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ী করে তুলতেই আমি পাঠকক্ষ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।
কবি জসীম উদ্দীন হলে আবাসিক শিক্ষার্থীর জন্য তারকাচিহ্ন ১৪ টি সমস্যা সমাধানের লক্ষে ইশতেহার প্রকাশ করেন তিনি।নির্বাচিত হলে উক্ত সমস্যা গুলো সমাধানের লক্ষে কাজ করবে বলে অঙ্গিকার করেন।