শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:
নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরা উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী থানাহাটি গ্রামের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর আলম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে সরকারি চাকুরীতে যোগদান করেন।
সরকারি চাকুরীতে যোগদানের পর থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ১৭-২০ গ্রেড, ঢাকা মহানগর উত্তর কমিটিতে সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে সৎ, নিষ্ঠ ও সাহসীকতার সাথে ন্যায্য দাবি পে স্কেল পূরণে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কর্মচারীদের কল্যাণের স্বার্থে বিভিন্ন আন্দোলনে কঠোর ভূমিকা পালনে সর্বদা নিয়োজিত আছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব ছিলেন।
আসন্ন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ১১-২০ গ্রেড নির্বাচন কমিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদপ্রার্থী হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম।
সভাপতি পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমি সভাপতি নির্বাচিত হলে ১১-২০ গ্রেডের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।
তাছাড়াও তিনি সরকারি কর্মচারীদের কল্যাণের স্বার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, ন্যায্য দাবি পে স্কেল পূরণ না হওয়া পর্যন্ত অদ্যাবধি পরিষদের সকল নেতাকর্মীদের সাথে সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন।