মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা চলাকালে এক বরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম।
আটক শফিকুল ইসলাম (২৫) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চর কাউনিয়া গ্রামের মো. দুলা মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বেলাবো উপজেলার দাপুনিয়া গ্রামের মোল্লা বাড়ির জামাল মোল্লার অপ্রাপ্তবয়স্ক (১৪ বছরের) মেয়ের সঙ্গে শফিকুল ইসলামের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কনে পক্ষসহ বরযাত্রীরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।