
শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গণমাধ্যমের কার্যালয়ে ঢুকে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। গতকাল ১৯ ডিসেম্বর ২০২৫ইং ভোররাত ০৪:৩০টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে দৈনিক একুশে নিউজ ও দ্যা ডেইলি প্রাইম নিউজের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালানো হয়।
এ সময় অফিসে আটকা পড়েন ২ জন সংবাদকর্মী। পরবর্তীতে তারা পাশের একটি বিল্ডিং এর জানালা দিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল নিয়ে বের হতে থাকে বিক্ষুব্ধ জনতা। শুরুতে তারা বিভিন্ন পত্রিকা অফিসের নামে আজেবাজে স্লোগান দিতে থাকে এবং হুমকি দেয় সবকিছু বন্ধ করে বেরিয়ে আসার অফিসের লোকজন বেরিয়ে না আসায় একপর্যায়ে কিছু লোক অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর করে। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নিচে ফেলে দেয়। অনেককেই অফিস দুটির বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে।
সূত্র জানান, উত্তেজিত হয়ে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে দৈনিক একুশে নিউজ ও দ্যা ডেইলি প্রাইম নিউজের অফিস কার্যালয়ে ভাঙচুর শুরু করে। হামলায় কার্যালয়ের বেশির ভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। রাত ৫টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভিতরে প্রবেশ করে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় বের করে নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় বিক্ষোভকারীদের মুখে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল নামে বাজে স্লোগান দিতে দেখা যায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, কিছু লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছে। তবে এ হামলায় কারা অংশ নিয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান শিকদার বলেন, দৈনিক একুশে নিউজ ও দ্যা ডেইলি প্রাইম নিউজের আগুনের ঘটনায় আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ১টি ইউনিটের চেষ্টায় ভোর ৬টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে।