
মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে যুব প্রশিক্ষণার্থী ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে।
বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ,
বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিনা আফরিন প্রমুখ।
অনুষ্ঠানের আগে ও পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণশুনানিতে অংশ গ্রহন করেন
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।