নিজস্ব প্রতিবেদক:
কবর খুঁড়েছেন ৫০ বছর, খুঁজেননি পারিশ্রমিক
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৭) আর আমাদের মাঝে নেই। মৃত্যুবরণ করেছেন এই নিঃস্বার্থ গোরখোদক, যিনি এক জীবনে কবর খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি—তাও কোনো পারিশ্রমিক ছাড়াই।
স্থানীয়দের কাছে ‘শেষ ঠিকানার কারিগর’ নামে পরিচিত মনু মিয়া ছিলেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারও মৃত্যুসংবাদ শুনলেই হাতে কোদাল-খুন্তি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতেন কবরস্থানে। ছিলেন নিরব, নিঃস্বার্থ ও বিনয়ী এক সেবক। জীবনের অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন মানুষের অন্তিম যাত্রায় পাশে দাঁড়িয়ে।
মনু মিয়ার নিজের লেখা একটি ছোট ডায়েরি থেকে জানা যায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোট ৩,০৫৭টি কবর খুঁড়েছেন। জীবনের এই দীর্ঘ সময়টাতে কখনো পারিশ্রমিক নেননি। কবর খুঁড়ে দিতেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।
দীর্ঘদিন মানুষের সেবায় ব্যস্ত থাকায় নিজের স্বাস্থ্য ও চিকিৎসার দিকে মনোযোগ দিতে পারেননি। শরীরে বাসা বেঁধেছিল একাধিক জটিল রোগ। শেষদিকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।
মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্থানীয় মসজিদ, কবরস্থান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।