মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার সামছুলহুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির উদোগে সোনাকান্দা দারুলহুদা দরবার শরীফের পীর সাহেবের আগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল সফল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) বিকালে উপজেলার মরিচাকান্দি সুরুজ মোল্লা মার্কেট সংলগ্ন সামছুলহুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামছুলহুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি
হাজী ফারুক আহমেদ নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী মো. রইছ মিয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন হাজী মো. সিরাজুল ইসলাম,হাজী মো. সুরুজ মোল্লা,হাজী মো. আব্দুল মান্নান,আইয়ুব আলী,মাওলানা আনিসুর রহমান,মো. রশিদ মিয়া, মাওলানা নাদিম সারোয়ার,ডাক্তার মোবারক হোসেন স্বপন,সুজন মিয়া,হাজী বাচ্চু মিয়া,সামসুল হক,
তাইয়াবুদ্দীন,আব্দুল খালেক,বাদল মিয়া প্রমুখ। কমিটির সকলে পীর সাহেবের আগমন সফল করার জন্য সার্বিক আলোচনা করেন।