
ইলিয়াছ হায়দার, শিবপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ জানুয়ারি বিকেলে শিবপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান।সহ-সভাপতি মোমেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুঁইয়া, কোষাধক্ষ্য, ইলিয়াছ হায়দার,ক্রীড়া সম্পাদক, ডালিম খান, প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য, নুরুল ইসলাম নূরচান ও খন্দকার আমির হোসেন, সাধারণ সদস্য মাসুদ রানা, কাজী শাহীনসহ বিভিন্ন সাংবাদিকগণ। দোয়া পরিচালনা করেন, শিবপুর উপজেলা পরিষদ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা শেখ আবদুল কাইয়ুম।