এস এম শরীফ মিয়া, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
শনিবার ( ২ মার্চ) বিকাল তিনটায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ উত্তরপাড়ায় প্রতিষ্ঠিত রায়পুরা প্রতিবন্ধী স্কুল এন্ড সোশ্যাল এইড এর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করা হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম শরিফের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজের সহকারী উপাধ্যক্ষ কবি ও সাহিত্যিক মোহাম্মদ খাদেম রসুল সরকার, নরসিংদী আইডিয়াল কলেজের প্রভাষক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়ালীউল্লাহ, রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক রফিক, বিদ্যালয়ে শিক্ষিকা নুসরাত জাহান তন্নি, লিমা আক্তার,স্বর্ণা আক্তার মিতু ও রাত্রী বেগম সহ অভিভাবক শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ সংগঠনের পক্ষে ৩০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।